
শাওমি বাংলাদেশে আসার পর থেকেই দারুণ জনপ্রিয়তা পেয়েছে যার মধ্যে অন্যতম হলো রেডমি নোট সিরিজ।সর্বশেষ শাওমি তাদের রেডমি নোট ৯ স্মার্টফোন বাজারে ছেড়েছে।মাঝারি বাজেটের স্মার্টফোনের মধ্যে রেডমি নোট ৯ স্মার্টফোন অন্যতম সেরা হিসেবে বিবেচিত হচ্ছে।নতুন সব ট্রেন্ডিং ডিজাইন ও ফিচার যুক্ত করা হয়েছে এতে।
রেডমি নোট ৯ স্মার্টফোন টিকে নতুন ফোন যেমন রিয়েলমি ৬, হুয়াওয়ে ওয়াই ৭পি, গ্যালাক্সি এম৩০এস এর মতো ফোনগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে।
জেনে নেওয়া যাক কী কী থাকতে রেডমি নোট ৯ স্মার্টফোন এ-
স্ট্রাকচার: প্লাস্টিকের স্ট্রাকচারের ডিভাইসটির বডি ডাইমেনশন 163.3×77.2××8.9 MM
নেটওয়ার্ক সাপোর্ট: GSM, HSPA, LTE
সিম : ডুয়াল ন্যানো
ডিসপ্লে : 6.5 inch হোল-পাঞ্চ IPS LCD ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
রেজ্যুলিউশন : 1080×2340 Pixel
Android 10 OS
চিপসেট : মিডিয়াটেক HELIO G85
ইন্টারনাল স্টোরেজ : 32GB (RAM 3GB), 64GB (RAM 4GB), 128GB (6GB RAM)
ব্যাক ক্যামেরা : 48,8,2,2 Megapixel.
ফ্রন্ট ক্যামেরা : 13 Megapixel.
কানেক্টিভিটি : Bluetooth, GPS, NFC, Radio, USB
ব্যাটারি : Non Removable Lithium-Polymer 5020 mah
Fast charging 18w.
দাম: ১৮৯৯৯ (3GB RAM)
১৯৯৯৯ (4GB RAM)
২১৯৯৯ (6GB RAM)
সামাজিক যোগাযোগ মাধ্যমে রেডমি নোট ৯ স্মার্টফোন এর দর্শক রিভিউ এখন পর্যন্ত ইতিবাচক।পারফরম্যান্সে সন্তুষ্ট ক্রেতারা।এই দামের মধ্যে সবচেয়ে আধুনিক সুবিধা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে রেডমি নোট ৯ স্মার্টফোন টি।
আশাকরি আপনার বাজেটের মধ্যে রেডমি নোট ৯ স্মার্টফোন টি আপনার কাঙ্ক্ষিত সুবিধা দিতে পারবে।
ভাল লাগলে জানাবেন।
ভাল থাকুন,
সুস্থ থাকুন,
ধন্যবাদ।
- ১০ হাজার টাকার মধ্যে সেরা কয়েকটি স্মার্টফোন - 24/08/2020
- কাঙ্ক্ষিত সব সুবিধা নিয়ে এলো রেডমি নোট ৯ স্মার্টফোন - 12/08/2020
- স্বল্প বাজেটে বেস্ট স্মার্টফোন Realme 5i - 18/07/2020